প্রিয়াঙ্কার অভিনব নিমন্ত্রণপত্র
নিউজ ডেস্ক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

তারকাদের বিয়েতে চমক থাকবে না, তা কি হয়! বলিউড তারকা সোনম কাপুর তাঁর বিয়েতে নিমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন পরিবেশ বান্ধব। গায়ে হলুদের নিমন্ত্রণপত্রে ছিল মেহেদী পাতা গাছের ছবি, বিয়েতে কলা গাছ এবং বিবাহোত্তর সংবর্ধনায় ছিল সমুদ্র তীরের আদলে পাম গাছের ছবি।
এবার প্রিয়াঙ্কাও নিমন্ত্রণপত্র ছাপাতে অভিনব পন্থা বেছে নিলেন। তবে সেটা সোনমের মতো পরিবেশ বান্ধব নয়, পুরোটাই করেছেন মজার ছলে।
সম্প্রতি ইনস্টাগ্রামে লাল ও নীল রঙের নিমন্ত্রণপত্রের দুটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। সেগুলোতে দেখা গেল নতুনত্বের ছাপ। দেখতে ছোট ব্যাগের মতো নিমন্ত্রণপত্রের সঙ্গে দিয়েছেন লাড্ডুর পরিবর্তে নানা রঙের কুকিজ। এসব কুকিজ কেনা হয়েছে প্যারিস থেকে।
এদিকে বিয়ে উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে তাঁকে মা মধু চোপড়া এবং হবু বর নিক জোনাসের সঙ্গে চুটিয়ে কেনাকাটা করতে দেখা গেছে। ইনস্টাগ্রামে বিখ্যাত ‘জিমি চো-স ওয়েডিং শু’-এর কিছু ছবি শেয়ার করে লিখেছেন ‘ইট’স অল হ্যাপেনিং!’
দীপিকা পাড়ুকোনের মতো দুই রীতিতে হবে প্রিয়াঙ্কার বিয়ে। প্রথমে নিজের ধর্ম হিন্দু এবং পরবর্তীতে নিক জোনাসের ধর্ম খ্রিষ্টীয় রীতিতে হবে বিয়ের দ্বিতীয় আয়োজন।
গত ১৮ আগস্ট ভারতে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেন প্রিয়াঙ্কা চোপড়া। বাগদানের মতো তাঁর বিয়ের অনুষ্ঠানও হবে ভারতে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, যোধপুরের ঐতিহাসিক স্থান ‘উমেদ ভবন প্রাসাদে’ হবে তাঁদের বিয়ের আয়োজন। চলতি মাসের ২৮ নভেম্বর থেকে এই আয়োজন চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। যদিও বিয়ের তারিখ নিয়ে তাঁদের কেউই এখনো মুখ খুলেননি।