বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

সাড়ে চারশ বছরের ঐতিহ্যবাহী নওগাঁর কুসুম্বা মসজিদ

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

পাঁচ টাকার নোটের উপরে একটি মসজিদের ছবি অনেকেই দেখেছেন। তবে এই মসজিদটি কোথায়, কি নাম তা জানার আগ্রহ হয়তো অনেকেরই আছে। পাঁচ টাকার উপরে থাকা এই মসজিদটির নাম কুসুম্বা শাহী মসজিদ।  

নওগাঁ জেলার অন্যতম প্রধান গৌরবোজ্জ্বল স্মৃতিবাহী মান্দা উপজেলার কুসুম্বা শাহী মসজিদ। প্রায় সাড়ে চারশ বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে নওগাঁর ঐতিহাসিক এই মসজিদ। মান্দা-রাজশাহী মহাসড়কের মান্দা ব্রিজ থেকে পশ্চিম দিকে ৪০০ মিটার উত্তরে এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ অবস্থিত।

নিপুণ কারুকার্যময় এই মসজিদটি দেখতে প্রতিদিন প্রায় শত শত মানুষ আসেন এখানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীরাও কুসুম্বা মসজিদ পরিদর্শন করতে আসেন। এখানে এসে দর্শনার্থীরা হারিয়ে যান প্রাক মুসলিম আমলের এই প্রাচীন কীর্তির মাঝে।

কুসুম্বা মসজিদটি উত্তর-দক্ষিণে ৫৮ ফুট লম্বা, চওড়া ৪২ ফুট। মসজিদটির বাইরের অংশ পাথর দিয়ে ঢাকা। মসজিদের সামনের দিকে রয়েছে ৩টি দরজা। মসজিদের চার কোনায় রয়েছে ৪টি মিনার। মিনারগুলো মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু। ছাদের উপর দুই সারিতে রয়েছে মোট ৬টি গম্বুজ। মসজিদটি সম্পূর্ণ গ্রানাইড পাথর দিয়ে তৈরি। লোকমুখে জানা যায় এ মসজিদটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৫৬ বছর।

দর্শনার্থী এবং মুসল্লিদের সুযোগ-সুবিধা, ওজু ও গোসলের জন্য লেক খনন করা হয়েছে। সম্প্রতি মসজিদের পশ্চিম পাশে ক্ষুদ্র পরিসরে একটি বিনোদন স্পট নির্মাণের কাজ চলছে। স্পটটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য পিকনিক স্পট ও দূরের দর্শনার্থীদের থাকার জন্য রেস্ট হাউজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।