কর্মীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করলেন ছাত্রলীগনেতা- কাজী মঞ্জুর
আরিফ চৌধুরীঃ
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়ে কোরবানি দিতে না পারা ছাত্রলীগের সাধারণ কর্মী ও কলেজের কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোরবানি করলেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর।
রবিবার ঈদের দ্বিতীয় দিন টঙ্গী কলেজ ক্যাম্পাসে নিজের পালা একটি গয়াল জবাই করে সহকর্মীদের মধ্যে বন্টন করেন তিনি। ছাত্রলীগ নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতার এমন মহতী উদ্যোগে উচ্ছ্বসিত ছাত্রলীগের কর্মীরাও।
টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর জানান, ঈদ মানেই আনন্দ। তবে এবছরের ঈদ সকলের জন্য আনন্দ বয়ে আনেনি। করোনাকালীন দেশের এই পরিস্থিতিতে ছাত্রলীগের অনেক সহকর্মী কোরবানি দিতে পারেনি। তাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির অনুপ্রেরণায় আমি ছাত্রলীগ কর্মীদের তালিকা তৈরি করে আমার নিজের পালা একটি গয়াল কোরবানি করে মাংস পৌছে দিয়েছি। ছাত্রলীগ কর্মী ছাড়াও কলেজ ক্যাম্পাসের কর্মকর্তা-কর্মচারী, দারোয়ান ও গরীব শিক্ষার্থীদের মাঝেও এই কোরবানির মাংস পৌছে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।