ঈদ আনন্দ অসহায়দের সাথে ভাগ করে নেয়ার আহ্বান: মনিরুল ইসলাম রাজিব
আরিফ চৌধুরীঃ
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সুজন- সুশাসনের জন্য নাগরিক কমিটির গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম রাজিব।
দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায় উল্লেখ করে তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আমরা সবসময় জনগণের পাশে আছে।
করোনার চিকিৎসা সুবিধা সম্প্রসারণের পাশাপাশি কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খাদ্য নিশ্চিত করার জন্য দেশজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার জন্যও তিনি দাবি জানান।
মনিরুল ইসলাম রাজিব করোনায় কর্মহীন মানুষদের নিয়মিত খোঁজখবর রাখা এবং ঈদে গরীব অসহায়দের কল্যাণে খরচ করার জন্য স্থানীয় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন এলাকার কর্মহীন মানুষদের জন্য খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করার জন্যও আহ্বান জানান।
তিনি আরো উল্লেখ্য করে বলেন, যারা কুরবানী দিবেন তারা সবাই যেনো এবার সাধ্যমতো কুরবানির মাংস প্রতিবেশী কে বিতরন করেন এবং অসহায়, অস্বচ্ছল, বন্যায় নদী ভাঙ্গা মানুষকে বিতরণ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।