সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমেছে

আবুল হোসেন বাবুল, কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার

১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলা। ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে শুরু করে তা বিপদসীমা অতিক্রম করে। এবারে বর্ষা মৌসুমে জেলায় পর পর ৩য় বারের মত নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় পরিনত হয়। দীর্ঘ ১মাস ধরে বন্যায় খাদ্য, বাসস্থান, গো-খাদ্য, পয়নিস্কাশনের স্থান, বিশুদ্ধ খাবার পানি ও চলাচলের রাস্তা ঢুবে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন আড়াই লাখ মানুষ। ইতিমধ্যে রাজারহাটে ও রৌমারীতে দুটি বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। 


বর্তমানে ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও বিপদসীমার উপরে রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ৫৭ সেন্টিমিটার, ধরলা সদর পয়েন্টে ২৬ সেন্টিমিটার উপর দিয়ে এবং তিস্তা কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 


জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, কুড়িগ্রামে বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য নিয়মিত জেলা প্রশাসন কাজ করেছে। সরকারের দেয়া জিআর চাল, নগদ অর্থ, গো-খাদ্য ও শিশু খাদ্যের জন্য বরাদ্দ অর্থ, শুক্রনো খাবার, ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।