কুড়িগ্রামে ভারতের পাহাড়ী ঢলে আবারো নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে
আবুল হোসেন বাবুল, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
কুড়িগ্রামে গত মঙ্গলবার দুপুর হতে ভারতের আসাম, মেঘালয় ও উজানের পাহাড়ী ঢলে আবারো ধরলা, তিস্তা, নুনখাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় তিস্তা বাদে সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। পুনরায় সবকটি নদ-নদীর পানি আরো বৃদ্ধি পাবে। জেলায় এখনও ২লাখ মানুষ পানি বন্ধী রয়েছে।
জেলা মৎস্য অফিসার কালিপদ রায় জানান, কুড়িগ্রামে বন্যায় ২ হাজার ৭০৮ জন মৎস্য চাষীর ২ হাজার ৯৪৩টি পুকুর প্লাবিত হয়ে ৭৯২ দশমিক ৫২৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, গত ২ দিন হতে পানি বৃদ্ধি হচ্ছে। ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে ৫০ সেন্টিমিটার, ধরলা সদর পয়েন্টে ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে এবং তিস্তা কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলায় ভিজিএফ এর ১০ কেজি করে চাল ৪ লাখ ২৮ হাজার ৫২৫ জনকে দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৯০ টন জি আর চাল, নগদ ৯ লাখ টাকা, শিশু খাদ্যের জন্য ২ লাখ ও গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা বিতরন করা হয়েছে।
