হুয়াওয়ে ফাইভ জি ফোন হবে নমনীয়
নিউজ ডেস্ক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ১২:৪০ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নমনীয় ডিসপ্লের ফাইভ জি ফোন আনছে হুয়াওয়ে। সম্প্রতি এই ফোনটির প্রোটোটাইপ প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। ফোনটি ২০১৯ সালের অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অবমুক্ত করবে।
ইটি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নমনীয় ডিসপ্লের ফাইভ কানেকটিভিটি সমৃদ্ধ ফোন আনতে পুরোদমে কাজ করছে হুয়াওয়ে। এই ফোনটির ডিসপ্লে ভাঁজ করেও ব্যবহার করা হবে। ভাঁজ করা অবস্থায় এর আয়তন হবে ৫ ইঞ্চির। ভাঁজ খুললে হবে ৮ ইঞ্চির।
হুয়াওয়ের আপকামিং এই ফোনের ডিসপ্লে তৈরি করছে বিওই নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক ডিভাইস নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছে। এর সুনাম বিশ্বজোড়া।
সম্প্রতি চীনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির টেলিকম বিশেষজ্ঞ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের সামনে ফোনটি প্রদর্শন করা হয়। এর আগে বছরের শুরুতে হুয়াওয়ের ফোল্ডিং ফোন বাজারে আসার আভাস মিলেছিল। এবার জানা গেলো আগামী বছর নাগাদ ফোনটি বাজারে ছাড়বে হুয়াওয়ে। এতে পঞ্চম প্রজন্মের কানেকটিভিটি ফাইভ জি থাকছে।