বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আর ঘরে থাকতে পারলেন না মুশফিকুর রহিম

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার

তাঁকে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বললে ভুল হবে না। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের কথা বলা হচ্ছে। নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করেন তিনি। করোনাভাইরাসের কারণে তিন মাসের বেশি সময় ঘরে থাকতে হয়েছে তাঁকে। আর ঘরে থাকতে পারলেন না তিনি। দীর্ঘদিন পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন মুশফিক।

করোনার কারণে সাধারণ ছুটির দুই মাস পার হতেই মুশফিক স্টেডিয়ামে অনুশীলনের জন্য বোর্ডের কাছে আবেদন করেছিলেন। কিন্তু ঝুঁকির কারণে বোর্ড তাঁর প্রস্তাব ফিরিয়ে দেয়।

গতকাল সোমবার এই উইকেটকিপার-ব্যাটসম্যান  সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। ছবিতে মাস্ক পরা অবস্থায় তাঁকে স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার এই ভেন্যুকে মিস করছি। একমাত্র আল্লাহ জানেন, কবে আবার অনুশীলন শুরু করতে পারব।'

গত তিন মাস বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বাড়িতেই ফিটনেস ট্রেনিং করছিলেন। তা নিয়ে বেশ কয়েকটি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

গত মার্চের মাঝামাঝি সময় থেকে সব ধরনের ক্রিকেট ইভেন্ট স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবার কবে ক্রিকেট ফিরবে, তার জন্য অপেক্ষা করতে হবে ক্রিকেটারদের।