মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৬ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

টঙ্গীতে নিখোঁজের ৩দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

আরিফ চৌধুরী  :

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

 

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে হোসেন মার্কেট এলাকার ডেসকো গোডাউনের পাশে ফাঁস লাগানো অবস্থা তার অর্ধ গলিত ঝুলন্ত উদ্ধার করে গাজীপুর মর্গে প্ররণ করেন।

নিহতের নাম ইউনুস মোহাম্মদ শফিক মুন্সি(৫০)।সে শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার সখিপুর গ্রামের   ছেলে। তিনি পরিবার নিয়ে সৌদিআরব দু দেশে নাগরিক বলে জানা যায়। 

এ ঘটনায় জরিত সন্দেহে ইসমাইল হোসেনকে(৩৫) আটক করেছে পুলিশ।

 নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ইউনুস গত ৩মার্চ দেশে ফিরে খাঁ-পাড়া এলাকায় বন্ধু ইসমাইলের বাড়িতে বসবাস শুরু করেন। এরই এক পর্যায়ে গত শুক্রবার থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। তিন দিন পর স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ দেয়ালে সঙ্গে রডে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থা তার অর্ধ গলিত ঝুলন্ত উদ্ধার করে।

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান,আমার স্বামী শুত্রবার থেকে নিখোঁজ ছিলেন।তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি মো.এমদাদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।