ঠাকুরগাঁওয়ে আরও ২ করোনা রোগী সনাক্ত
ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রকাশিত : ১০:০২ পিএম, ২৮ জুন ২০২০ রোববার

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় ২০২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার শান্তি নগর গ্রামে এক জন ও বালিয়াডাঙ্গী উপজেলার ভাট পাড়া গ্রামে এক জন।
এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৬৮ জন ,বালিয়াডাঙ্গী উপজেলায় ৫২ জন,হরিপুর উপজেলায় ৩৩ জন, পীরগঞ্জ উপজেলায় ২৯ জন , রাণীশংকৈল উপজেলায় ২৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
রবিবার ( ২৮ ই জনু ) রাতে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সুব্রত সেন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে ১১৭ জন । রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে জেলা নতুন ২২ জনের নমুনা পাঠানো হয়েছে।