রোগিদের ৫২লক্ষ টাকার চেক প্রদান করেছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী
পাভেল মিথুন
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৮ জুন ২০২০ রোববার

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত থ্যালাসেমিয়া রোগীদের ৫০ হাজার টাকা করে ১০৫ জনকে ৫২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
আজ রবিবার ঐতিহাসিক নাটমন্দিরে দুপুরে জেলা প্রশাসন, গাজীপুর এর আয়োজনে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে চেক বিতরণ করেন।
এছারা, রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল(এম.পি)
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম।
এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, (উপপরিচালক-স্থানীয় সরকার,গাজীপুর), এস. এম. আনোয়ারুল করিম (উপ-পরিচালক, সমাজসেবা অধিদফতর, গাজীপুর)