শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ২০ রজব ১৪৪৭

তথ্যসচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। 

আজ বুধবার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে। তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান তরুণ কণ্ঠকে বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চুয়ালি অফিস করছেন।