মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

২৫ নভেম্বর আ.লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা: কাদের

ডেস্ক নিউজ

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৯:০১ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

২৫ নভেম্বর জোটগতভাবে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ তথ্য জানান। 

মনোনয়নে অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, জরিপে এগিয়ে থাকলেও বিতর্ক এড়াতে কক্সবাজারের সাংসদ বদি ও টাঙ্গাইলের রানাকে মনোনয়ন দেয়া হচ্ছে না। 

কাদের বলেন, বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত। বদির পরিবর্তে স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী করা হচ্ছে।
তারেক রহমানের স্কাইপ আলোচনা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইসি যা বলছে তা সঠিক আছে। এক্ষেত্রে তাদের করণীয় নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সাজাপ্রাপ্ত আসামি কিভাবে কথা বলে। প্রয়োজনে আদালতে যাবো আমরা।