খালেদার বিদেশ যাওয়া নিয়ে বিভ্রান্তি
তরুণ কণ্ঠ ডেস্ক,
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২০ জুন ২০২০ শনিবার

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যেতে চান; এমন কোনো বিষয় দলীয় নেতাদের পক্ষ থেকে জানানো না হলেও সম্প্রতি তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন। তবে এ মুহূর্তে খালেদা বিদেশ যেতে ‘আগ্রহী নন’ বলে দলীয় সূত্রের বরাতে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। অন্যদিকে আইনিভাবে এমন কোনো সুযোগ না থাকায় হুট করেই তার আইনজীবীর এমন দাবিতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সম্প্রতি খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দানের। তিনি এও বলেন, রাতের অন্ধকারে অনেকে বিদেশে চলে যাচ্ছেন। তারা সরকারের নিজস্ব লোকজন। যদি ম্যাডাম চান তাহলে তার জীবন রক্ষার জন্য তার পছন্দমতো যেকোনো দেশে যেতে দেয়ার ব্যবস্থা করা হোক।
তবে তার এমন দাবি সম্পর্কে দলের নীতি-নির্ধারনী পর্যায়ের কেউ কিছুই জানেন না বলে ওই দৈনিকটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের বরাত দিয়ে দৈনিকটি জানায়, কয়েকদিন আগে স্থায়ী কমিটির এক সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে একপর্যায়ে জানতে চান, চেয়ারপারসনের লন্ডনের যাওয়ার ব্যাপারে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে আমরা তো কিছুই জানি না। জবাবে তারেক রহমান বলেন, চেয়ারপারসনের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি আমিও জানি না। এ মুহূর্তে তার আসার সম্ভাবনাও কম। যা শুনছেন তা গুঞ্জনই।
অপর এক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি খালেদা জিয়ার এক ঘনিষ্ঠজন তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়। একপর্যায়ে চিকিৎসার বিষয়টি আলোচনায় এলে ঘনিষ্ঠ ওই নেতা জানতে চান, ‘ম্যাডাম আপনার যে শারীরিক অবস্থা তাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া ব্যাপারে কিছু ভাবছেন কিনা। জবাবে খালেদা জিয়া বলেন, দেশে এবং বিশ্বের যে পরিস্থিতি তাতে এ মুহূর্তে যাওয়া ঠিক হবে না। ওই নেতা বলেন, আপাতত চেয়ারপারসন বিদেশ যাচ্ছেন না, তা তার মনোভাব দেখে বোঝা গেছে।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দৈনিকটিকে বলেন, চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, এগুলো পুরোপুরি মিথ্যা। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা তো নেই, এমনকি পরিবার এখনও পরবর্তী কিছু নিয়ে আলোচনা করেনি।
এছাড়া খালেদা জিয়ার জামিনের অন্যতম শর্ত যে জামিনকালীন সময়ে বিদেশ যেতে পারবেন না তিনি। এর মধ্যে মাহবুবের দাবির বিষয়ে দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, এটা সরকার দিতে পারে না, প্রশ্নই আসে না।