ফেসবুকে আমির মোড়লের অপপ্রচারের শিকার আমেনা
মোঃ সানি হোসেন,
প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
দেশের বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারে শিকার হচ্ছেন প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শিবচর থানাধীন আমেনা আক্তার (২০), পিতা, এসকান হাওলাদার। দুই বছর আগে
পারিবারিকভাবে পছন্দ করে, সামাজিকভাবে আমির মোড়লের সাথে আমেনার বিয়ে হয় ।
বিয়ের পর থেকে আমেনার স্বামী আমির মোড়ল, পিতা; আঃ কাদির মোড়লের
ছেলে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। একপর্যায় আমেনা সহ্য করতে না
পেরে তার পরিবার কে জানায়।এবং সামাজিকভাবে বিয়ে বিচ্ছেদ হয়।
এরপর থেকেই আমির মোড়ল MD Fahim Khan Fahim নাম ব্যবহার
করে ফেসবুকে আমেনার এবং তার পরিবারকে সম্মানহানি করার
জন্য অন্যায়ভাবে সামাজিক
যোগাযোগের মাধ্যম ফেসবুকে আমেনার এবং তার পরিবারের ছবি পোস্ট
করে নানা অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়াতে থাকে।
https://www.facebook.com/mdfahimkhan.fahim.1004
এ ব্যাপারে আমেনার সাথে যোগাযোগ করলে তিনি জানায় আমার এবং আমার
পরিবারকে সম্মানহানি করার জন্য আমাদের ছবি পোস্ট করছে । এবং
আঃ কাদির মোড়লের ছেলে, আমির মোড়লের নামে শিবচর থানায় সাধারণ
ডায়েরি (২৭৯/০৯.০৫.২০২০ ) করি এবং তার নামে
আইসিটি আইনে ও মানহানির মামলা দায়েরের প্রস্তুতি চলমান।
