সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ভোট চাইতে ফেসবুক-টুইটার ব্যবহারের অনুমতি চাইলেন তাবিথ

নুরুল আফছারঃ

প্রকাশিত : ১০:১২ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

 

নিজের নির্বাচনী প্রচারে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করতে চান ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি চান তিনি। এ নিয়ে এরইমধ্যে ইসিতে চিঠি দিয়েছেন তাবিথ আউয়াল।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনের নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমকে এ সংক্রান্ত একটি পত্র পাঠিয়ে অনুমতি চেয়েছেন তাবিথ।

তাবিথের পাঠানো চিঠিতে বলা হয়, ‘নির্বাচন কমিশনের আইন ও বিধিবিধান মেনে এবং সিটি করপোরেশন বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোন ধরনের নির্বাচনী প্রচার না করার নিশ্চয়তা বিধান করছি।’

চিঠিতে আরও বলা হয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ইচ্ছার প্রতি যথাযথ সম্মান জানিয়ে প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারনায় বর্তমান সময় উপযোগী ওয়াটসঅ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, টুইটার, ইনস্টাগ্রামসহ ইত্যাদি ব্যবহারের ইচ্ছা পোষণ করছি। অতএব সমাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে আবুল কাসেম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের আচরণবিধির বাইরে যাওয়ার সুযোগ নাই। প্রতীক পাওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা না চালানোর কথা দিয়েছেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর অনুমতি চেয়েছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই চিঠি দিয়েছেন। বিষয়টি আমি কমিশনকে জানাব। আমরা আচরণবিধিতে যা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আচরণবিধিতে ফেসবুক বা ইন্টারনেট মাধ্যমে নির্বাচনি প্রচারণার বিষয়টি উল্লেখ নেই।’