রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

 

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যেই প্রথম দিনের কর্মসূচি শুরু করেন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।

এসময় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, কোন বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেবে না ছাত্রলীগ। সারাদেশে নেতৃত্ব সৃষ্টির কাজ করা হচ্ছে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, যারা গঠনতন্ত্র মেনে সংগঠন করবে তাদের মূল্যায়ন করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের এই দিনে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছিল। প্রাচীন এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করেছে ছাত্রলীগ। এতে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।