বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী তাজ উদ্দিন গ্রেপ্তার
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

রাজধানীর ইত্তেফাক মোড় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. তাজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার বিএনপিনেতা তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির। তাজ উদ্দিন নির্বাচনে বিএনপির সমর্থন পেয়েছেন।
ওসি শাহীন ফকির বলেন, ‘আজ বিকেলে রাজধানীর ইত্তেফাক মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তিনি ওরারেন্টেরও আসামি। নির্বাচন বলে কথা নয়, ওয়ারেন্টের আসামিদের ধরা পুলিশের কাজ। সেজন্য তাঁকে ধরা হয়েছে।’
‘তিনি প্রার্থী হয়েছেন বলে কথা না। ওয়ারেন্টের আসামি পেলে আমরা গ্রেপ্তার করব। পরের প্রক্রিয়া হিসেবে তাঁকে কারাগারে পাঠানো হবে’, যোগ করেন শাহীন ফকির।
এদিকে তাজ উদ্দিন আহমেদের গ্রেপ্তারের খবরে বংশাল থানায় যাচ্ছেন দক্ষিণে বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন। জানা গেছে, মো. তাজ উদ্দিন আহমেদ বংশাল থানা বিএনপির সভাপতি।
এর আগে ২০১৮ সালের ১৭ এপ্রিল যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে মো. তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন পান। তিনি ঢাকা মহানগর বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
পুলিশের ভাষ্যমতে, তাজ উদ্দিনের বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে। এর মধ্য ২৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বেশ কয়েকটি মামলায় জামিন হলেও আজ বৃহস্পতিবার গাড়ি পোড়ানোর মামলায় তিনি গ্রেপ্তার হলেন।