সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

স্কুলে যাচ্ছে শাকিবপুত্র আব্রাম

ডেস্ক নিউজ

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

স্টার কিডস হওয়ায় আলোচনায় শাকিবপূত্র আব্রাম খান জয়। ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়াগাতেই হাজার হাজার ফলোয়ার তার। এই স্টার কিডস এবার ভর্তি হয়েছে স্কুলের  প্লে-গ্রুপে। সম্প্রতি স্কুলে যাওয়া আসাও শুরু হয়েছে তার। 

বুধবার স্কুলে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপু বিশ্বাস জয়ের উদ্দেশ্যে বলেন, ‘আমি চাই তোমার স্কুলের প্রথম দিন আনন্দময় হোক। তুমি শুধু সুশিক্ষাই নেবে না অনেক সুন্দর শিশুদের সাথে মিশবে, তাদের সঙ্গে তোমার স্মরণীয় সময় কাটবে। তোমার জন্য গর্বিত।’

ছেলের স্কুলে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত ঢাকাই ছবির ‍সুপারস্টার শাকিব খানও।  ছেলের স্কুলে যাওয়া নিয়ে তিনি বলেন, আব্রামের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করবো। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তবে ওর পড়ার আগ্রহ রয়েছে। তাই তো মাঝে মাঝে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।’

এর আগে গত ১২ নভেম্বর রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। ভর্তির জন্য ফরমও পূরণ করেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস। কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। বয়স বাধা হয়ে দাঁড়ায়। ঐ পরে  স্কুল কর্তৃপক্ষ জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার 'ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করার পরামর্শ দেয়।