থার্টিফাস্ট নাইটে পরিচয়পত্র ছাড়া ঢাবিতে প্রবেশ নিষেধ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ১২:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার
ইংরেজি নববর্ষ “থার্টি ফাস্ট নাইট”কে ঘিরে প্রতিবারের মত এবারও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
থার্টিফাস্ট নাইটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পরিচয়পত্র ছাড়া ঢাবিতে প্রবেশ নিষেধ একইসাথে খোলা জায়গায় কোন অনুষ্ঠান করতে দেয়া হবেনা বলেও নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে ডিএমপি কমিশনার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পর কোন যানবাহন প্রবেশ করতে পারবেনা। পরিচয়পত্রধারীদের তল্লাশী করে ছাড়া হবে।
তিনি বলেন, নিরাপত্তা জোড়দারের জন্য কোন খোলা জায়গায় অনুষ্ঠান করতে দেয়া হবেনা। এছাড়ও আতশবাজি নিষিদ্ধ তবে ঘরোয়াভাবে অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, দেশীয় সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোন আয়োজন না করার আহবান সকলকে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।
