রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

বিএনপির সমাবেশ ঘিরে থমথমে নয়াপল্টন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। আজ সোমবার দুপুর ২টায় দলটির উদ্যোগে সমাবেশ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশ করার জন্য নয়াপল্টনে দলীয় কার্যালয় অথবা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি চেয়ে আবেদন করেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দলটিকে এখনো অনুমতি দেওয়া হয়নি।

এদিকে আজ সোমবার ভোর থেকে বিএনপির এ সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাখা হয়েছে প্রিজনভ্যান, এপিসি, রায়ট কার ও জল কামান।

পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন ডেকেছেন।

এর আগে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া আরো দুটি ককটেল পাওয়া যায় অবিস্ফোরিত। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে সরকারকে দায়ী করা হয়। অন্যদিকে পুলিশ দাবি করে, ছাত্রদলের পদবঞ্চিতরা এ ঘটনা ঘটিয়েছে।