রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন যাঁরা

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রোববার

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ১২৯ জনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে ৫৪ জনকে এবং দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে ৭৫ জনকে সমর্থন দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় তাঁদের নাম চূড়ান্ত করা হয়। আজ রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাঁদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটিতে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়া নেতাদের নাম দেখুন নিচে :

                                                     সমর্থন পাওয়া নেতাদের নাম, ক্লিক করুন