কাতারে ব্যাডমিন্টন টুর্নামেন্টে এসএসসি ০২ এইচএসসি ০৪ এর জয়জয়কার
সালেহ সোহাগ, দোহা-কাতার
প্রকাশিত : ১২:০৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রোববার

বাংলাদেশের মহান বিজয় দিবস ও কাতার জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতার কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯ কাতার আল সাদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ১০৮ টি দল নিয়ে এ, বি,সি তিন ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় একটি গ্রুপে চ্যাম্পিয়ান ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে কাতারে বসবাসরত এসএসসি ০২ এইচএসসি ০৪ এর ২ টি দল।ফাইনালে এসএসসি ০২ এইচএসসি ০৪ এর সুমন ও মাসুম জুটির মুখোমুখি হয় এসএসসি ০২ এইচএসসি ০৪ এর অপর দুই সদস্য ইমন ও পারভেজ জুটি।এতে ইমন ও পারভেজ জুটিকে হারিয়ে শেষ হাসি হাসে সুমন ও মাসুম জুটি।
এ সময় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ দূতাবাস শ্রম কাউন্সিলর ড.মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিটি সভাপতি আনোয়ার হোসেন আকন, বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন আলী, কমিউনিটি নেতা নজরুল ইসলাম ও কপিল উদ্দিন সহ অনেকে।
টুর্নামেন্ট সেরা হয়েছে বি গ্রুপের আদনান হোসেন। টুর্নামেন্ট জুড়ে এসএসসি ০২ এইচএসসি ০৪ সদস্যদের কে উৎসাহ দেওয়ার জন্য কাতারে বসবাসরত সকল সদস্য ও তাদের পরিবারের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।