শাকিব-বুবলীর জন্য বিপাকে মিতু
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার

খ্যাতিমান পরিচালক কাজী হায়াতের ‘বীর’ ছবির শুটিং চলছে। এই সিনেমায় জুটিবেঁধে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও হালের দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ছবিতে অভিনীত চরিত্রের প্রয়োজনে তিন-চার মাস চুল, দাড়ি, গোঁফ কাটেননি শাকিব। অন্যদিকে এবারই প্রথম ঢাকাই অভিনেত্রী জাহারা মিতুর সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান। তবে শাকিব-বুবলীর ‘বীর’ ছবির জন্য বিপাকে মিতুর চলচ্চিত্র ‘আগুন’, এমনটাই জানালেন ছবির পরিচালক বদিউল আলম খোকন।
জানা যায়, বর্তমানে ‘আগুন’ ছবির সম্পাদনা চলছে। তবে বাকি আছে ছবির দুটি দৃশ্য ও তিনটি গানের শুট। এ বিষয়ে আজ শনিবার বদিউল আলম খোকন বলেন, “আমরা ছবির সিংহভাগ শুট শেষ করেছি। বাকি যে দুটি সিক্যোয়েন্স ও তিনটি গানের শুটিং আছে, তা এখনই করতে পারছি না। কারণ, শাকিব খান বর্তমানে ‘বীর’ ছবির শুটিং করছেন। এই ছবিতে তিনি নতুন লুকে হাজির হচ্ছেন। চুল, দাড়ি, গোঁফ বড় রেখেছেন। যেটা আমার ছবির লুকের সঙ্গে মিল নেই। তাই আমরা চাইলেও এই মুহূর্তে ‘আগুন’ ছবির শুট করতে পারছি না। তবে ‘বীর’ ছবির শুট শেষ হলেই ‘আগুন’ ছবির শুট শেষ করতে পারব।”
আগামী বছরের শুরুতেই ছবিটির বাকি থাকা শুট হবে জানিয়ে খোকন বলেন, “জানুয়ারি মাসের মধ্যে ‘বীর’ ছবির শুট শেষ হওয়ার কথা রয়েছে। এর পর পরই আমরা ‘আগুন’ ছবির শুট শুরু করব। যেহেতু আমরা এডিটিং-ডাবিং এগিয়ে রাখছি, তাই গান ও সিক্যোয়েন্সের শুট শেষ করার পর দ্রুত সেন্সর বোর্ডে জমা দিতে পারব।”
গত ১২ ডিসেম্বর মুক্তি পায় শাকিব খানের নতুন ছবি ‘বীর’ এর ফার্স্ট লুক পোস্টার। এরই মধ্যে পোস্টারটি সব মহলে প্রশংসিত হয়েছে। ছবিটি প্রযোজনা করছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। ‘বীর’ তাঁর ৫০তম চলচ্চিত্র। এই ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।
জাহারা মিতু ২০১৭ সালে ‘সুপার মডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। এ ছাড়া গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন। বর্তমানে নাটক ও উপস্থাপনা— দুই মাধ্যমে কাজ করে ব্যস্ত মিতু। যুক্ত হয়েছেন চলচ্চিত্রে। প্রথম চলচ্চিত্রে জুটিবেঁধে অভিনয় করছেন জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে।