রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

বিএনপি নির্বাচনের আগেই হেরে যায় : ওবায়দুল কাদের

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার

 

নির্বাচন সুষ্ঠু  হওয়া নিয়ে বিএনপির সংশয় প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা নির্বাচনের আগেই হেরে যায়। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে যারা অন্ধকারে ঢিল ছুড়ছে, তাদের পুরোনো অভ্যাসটাই হচ্ছে, নির্বাচনের আগেই তারা হেরে যায়। নির্বাচন হওয়ার আগেই বলছে, নির্বাচন সুষ্ঠু হবে না। এই সংশয় থাকা উচিত নয়। আমরাও প্রমাণ করব, আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করব।’

এর আগে আজ শনিবার সকালে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াসহ বেশ কিছু চ্যালেঞ্জ বাস্তবায়নে নতুন কমিটি কাজ করে যাবে।

অনুষ্ঠানে শহীদ শেখ কামাল ও সুলতানা কামাল স্মৃতি পদক প্রদান করা হয় সমাজ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যালজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।