নুরুকে যারা নির্দলীয় বলে তারা বোকার স্বর্গে বাস করেন
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক পরিচয় নিয়ে নিজের ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।
তাতে তিনি লিখেছেন, ডাকসুর ভিপি নুরুকে যারা নির্দলীয় বলে তারা বোকার স্বর্গে বাস করেন। কেন বলেছি তার যথেষ্ট কারণ আছে।
নুরু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের রাজনীতি উন্মুক্ত করার দাবি জানায়… নুরু যখন খালেদা জিয়ার মুক্তি দাবি করে….
আমেরিকান এম্বাসি ও ইউরোপিয়ান ইউনিয়নের সকল অনুষ্ঠানে যখন নুরুকে সুসজ্জিত অবস্থায় দেখা যায়….
নুরু যখন বহিরাগতদের সশস্র অবস্থায় ডাকসু কার্যালয়ে এনে আড্ডা জমায়… নুরু যখন ডাকসু ভিপি হয়ে কোটি কোটি টাকার টেন্ডারবাজিতে অংশ নেয়…
এতোসবের পর তাকে সাধারণ নির্দলীয় ছাত্র নেতা বলাটা অজ্ঞতা ছাড়া কিছুই না।
আজ পর্যন্ত কোনো ডাকসু ভিপিই ক্যাম্পাসে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের রাজনীতি উন্মুক্ত করার কথা বলেনি… কোনো ডাকসু ভিপিকেই দায়িত্বে থাকা অবস্থায় এম্বাসিগুলোর দাওয়াতে হরদম দেখা যায়নি..
দায়িত্বে থাকা অবস্থায় কোনো ডাকসু ভিপির বিরুদ্ধেই টেন্ডারবাজির অভিযোগ নেই…
নুরু এইখানে একটা প্রতীক মাত্র… বাকিটা বুঝে নেন। প্রতিটি সংগঠনেরই কর্মসূচির জন্য আর্থিক সোর্স আছে। সবারটা সবাই জানে। আমি নিশ্চিত নুরুদেরটা কেউ জানেনা।
(তবে আমার কোনো যুক্তিই ডাকসু ভিপিকে মারা সমর্থন করে না।)