শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেবেন বশেমুরবিপ্রবির দুই শিক্ষার্থী

প্রকাশিত : ১০:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

 

প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড (পি.আর.এস) প্রাপ্তির লক্ষ্যে ‘‘পরিভ্রমণকারী ব্যাজ’’ অর্জনের জন্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই রোভার স্কাউট সদস্য। তারা হলেন আইন বিভাগ ৪র্থ বর্ষের শিক্ষার্থী আলিম মোল্যা ও একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন হৃদয়।

আগামী ২৫ ডিসেম্বর পায়ে হেটে ১৫০ কিঃমি পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ২৫ ডিসেম্বর সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে তারা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ,পটুয়াখালীর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন। ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর এই ৫দিনের যাত্রা পথে প্রতিদিন প্রায় ৩২ কিঃমি পথ করে মোট ১৫০ কিঃমি পথ অতিক্রম করবেন।

সেবা স্তরে পরিভ্রমণ ব্যাজ অর্জন তাদের এ পরিভ্রমণের উদ্দেশ্য হলেও এ সময় তারা মাদক ও নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণায়ও অংশ নেবেন এবং যাত্রা পথের নিকটবর্তী দর্শনীয় স্থানসমূহের আর্থ-সামাজিক অবস্থা অবলোকন করবেন।