হিম বুড়ির অত্যাচার - কবিতা
নাজমুল হাসান তুহিন,
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

হিম বুড়ির অত্যাচার
মো.শামীম হোসেন
হিম বুড়ি মন্ত্রপাঠে বায়ু করে সিক্ত,
ধরামাঝে সৃষ্টি যত হয়ে গেছে তিক্ত।
জাগে না যে সূর্য মামা ভুলে গেছে কর্ম,
হিম ঢাকা শুভ্র ধরা, এটা নাকি ধর্ম।
গাছে ঝুলে মিষ্টি রস শীতে হয় নষ্ট,
দেয় সদা দুষ্টটা যে নর কুলে কষ্ট।
সে যে বড় ভ্রষ্টাচারী
অচিনপূরে চক্রধারী।
হিম স্রোতে নষ্টকারী,
অ-শুভ টা দুষ্টভারী।
কাঁপে যুবা, বৃদ্ধনারী,
করে সে যে হর্ষভারী।
ভয়ে করে মৃত্যুজারী,
চলে দেখি শৈত্য গাড়ি।
পড়ে না যে রঙ্গশাড়ি,
মোটা জামা সঙ্গ ছাড়ি।
হিম জমে নষ্ট বাড়ি
কাজ ছারা কষ্টে মরি।
সে যে বেশ তিক্তকারী।
আমি করি শত্রু দাড়ি।
দেবো আজ শিক্ষা তারি,
যায় যেন বঙ্গ ছাড়ি।
প্রতি ভোরে অগ্নিনলে দেয়ে সবে সঙ্গ,
হিম রাজা কাণ্ড দেখে সুখে করে রঙ্গ।
ঋতু বলে দুষ্ট বুড়ি, হিম করো বন্ধ,
আমি যদি ক্ষুব্ধ হই হবে বেশ মন্দে।
হিম ভেজা কণ্ঠে বলে সুখে থেকো সৃষ্টি,
আমি যাই সিক্ত দেশে যে থা নেই বৃষ্টি।