নাগরিক সুবিধা নিশ্চিত ও ডিজিটাল ওয়ার্ড গড়তে চান কামরুজ্জামান কাজল
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ১৯নং ওয়ার্ডকে ডিজিটাল হিসেবে গড়তে চান বর্তমান কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল। তিনি পুনরায় দলীয় মনোনয়ন পেয়ে বিজয়ী হলে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান।
কামরুজ্জামান কাজল বলেন, আমি কাউন্সিলরের দায়িত্ব পাওয়ার পর এ ওয়ার্ডে দখলবাজ, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। মাদকের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রাখব। অবৈধভাবে দখলে থাকা খেলার মাঠ দখলমুক্ত করেছি। তা করতে গিয়ে অনেক হুমকির শিকার হয়েছি। এখন এ এলাকাতে মাদক অনেক কম।
কামরুজ্জামান কাজল আরও বলেন, আমার পরিকল্পনা ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন করব। পরিচ্ছন্ন ও প্রতিহিংসা মুক্ত ওয়ার্ড গড়ে তুলব। আমি এ ওয়ার্ডে কমিউনিটি সেন্টার তৈরিসহ সিদ্ধেশ্বরী খেলার মাঠটি আধুনিকায়ন করব।
জানা যায়, ১৯৭১ সালের পর এই ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিল ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তারপর আওয়ামী লীগের হাত ছাড়া হয় এ ওয়ার্ড।
প্রায় ২৫ বছর পর বিএনপির প্রভাবশালী নেতা আরিফুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন মুন্সী কামরুজ্জামান কাজল।
যশোর সরকারি সিটি কলেজের নির্বাচিত জিএস ছিলেন কামরুজ্জমান কাজল। সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের তিনবারের গর্ভনিং বডির চেয়াম্যান তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলার ডেলিগেট তিনি। দীর্ঘ ১০ বছর ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
ওয়ার্ডের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আমার ওয়ার্ডে সব রাস্তাঘাট সংস্কার করা হয়েছে। ডেঙ্গুর মহামারীর সময় আমি নিয়মিত পুরো ওয়ার্ডে ওষুধ দিয়েছি। প্রায় সময় রাস্তা পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করি।
তিনি আরও বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছি। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছি। বিএনপির আমলে অনেক জেল, জুলুম নির্যাতন সহ্য করেছি।
