বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

দীর্ঘমেয়াদে জাতীয় দলের কোচ হতে চান সুজন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

 

জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দল; স্থানীয় কোচদের তেমনভাবে সুযোগ দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনিয়ে স্থানীয় কোচদের আক্ষেপেরও কমতি নেই। বিসিবি পরিচালক ও বিপিএলে খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করেন, স্থানীয় কোচদের দলে সুযোগ দেওয়ার এটাই মোক্ষম সময়। একই সঙ্গে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট কদিন আগেই দায়িত্ব ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছেন। ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হতে চান সুজন।

দীর্ঘ মেয়াদে বাংলাদেশের বোলিং কোচ হতে চেয়ে সুজন সংবাদমাধ্যমকে জানান, ‘সুযোগ পেলে দায়িত্ব পালন করতে সবাই আগ্রহী। একজন পেশাদার কোচ হিসেবে আমিও চাইবো কোচের দায়িত্বটা নিতে। এর আগেও স্বল্পমেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছি। যখন ব্যর্থ হয়েছি, খুব খারাপ লেগেছে। কিন্তু অল্প সময়ে একটা দলকে গোছানো কঠিন ব্যাপার। তাই দীর্ঘ সময় দায়িত্ব পালন করে দলকে সাফল্য এনে দিতে চাই।’

বাংলাদেশের সাবেক এই মিডিয়াম পেসার আরো বলেন, ‘আমার দর্শন আর বাকিদের দর্শনটা একরকম হবে না। আমি বাংলাদেশ দলটাকে খুব কাছ থেকে দেখি, ছেলেদের আদ্যোপান্ত সব জানি। সেজন্য নতুন একটা পরিবেশে এসে একজন বিদেশি কোচ খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে সময় নিবে এটাই স্বাভাবিক।’স্বাভাবিক।