প্রিয় বাংলাদেশ - কবিতা
নাজমুল হাসান তুহিন
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

প্রিয় বাংলাদেশ
মো. শামীম হোসেন
খোকন খুকি কইরে তোরা
জলদি ছুটে আয়,
ফুল দেবো ঐ বেদির গায়ে
চলরে খালি পায়।
শীতের সকাল বইছে হাওয়া
দেখছো না কি মা?
পারবো না মা, সেথায় যেতে
নিয়ে খালি পা।
ধমক দিয়ে -- বললো মা য়ে
একি বললি তুই!
সেথায় তোদের বাপ দাদারা
আছে বাবা শুই।
সুধায় খুকি বলতো মা গো
তারা কেন বীর?
মরলো কেন? মারলো কেন?
উঁচু করে শির?
মা গো তারা ---- শহিদ হলেন
শত্রু করতে শেষ।
তাদের রক্তে - স্বাধীন হলো
প্রিয় বাংলাদেশ।