বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

মিরপুরে তুলার গোডাউনে আগুন

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার

 

প্রতীকী আগুনরাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ওই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। তবে, কি কারণে এই আগুনের সূত্রপাত, সেটি জানা যায়নি।