বংশালে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার
রাজধানীর বংশালে ৩০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন, খোকন খান (৪২)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা।
বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম ডিএমপি নিউজকে জানান, ৩০ নভেম্বর, ২০১৯ সকাল ০৭.৩০ টায় বংশালের কে.এম আজম লেন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহীন ফকির আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাজধানীর রমনা, রামপুরা ও বাড্ডা থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে।
