বঙ্গবন্ধুর পরিবার সততা ও রাজনীতির প্রতীক : ওবায়দুল কাদের
প্রকাশিত : ০১:৪১ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুর পরিবার সততা ও রাজনীতির প্রতীক। তাদের দেখে শিক্ষা নিন। দুর্নীতি, টেন্ডারবাজি করে জনগণের আস্থা অর্জন করা যায় না।’
তিনি আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে এবং তার পরিবার থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের পথ চলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আসুন রাজনীতিকে মানুষের সেবার হাতিয়ারে পরিনত করি।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন আর বেশি দূরে নয়। সেই নির্বাচনের জন্য এই সম্মেলন থেকে প্রস্তুতি নিতে হবে।’
এর আগে বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন।
দ্বিতীয় অধিবেশনে বিকালে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।