৫ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না হলে লাগাতার আন্দোলন
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

আগামী ৫ ডিসেম্বর সর্বোচ্চ আদালতে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হলে লাগাতার সরকার পতনের আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন শুনানির আপিলের দিন ঠিক করা হয়েছে। ওই দিন যদি জামিন না হয়, তাহলে আমরা বুঝতে পারব, সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এটি (জামিন) হচ্ছে না। আর ওই দিন জামিন না হলে দেশনেত্রীর মুক্তির এক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাগাতার সরকার পতনের আন্দোলনে যাবে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ভোলা মনপুরা চরফ্যাশন জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। ‘খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে অবৈধ সাজা দেওয়ার প্রতিবাদে’ ওই সভার আয়োজন করা হয়।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মেডিকেল বোর্ড সঠিক রিপোর্ট পাঠালে আপিল বিভাগ থেকে জামিন পাবেন বিএনপির চেয়ারপারসন। জামিন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, ‘আপিল বিভাগে খালেদা জিয়ার মুক্তি না হলে এরপর এক দফার আন্দোলন হবে। তা হবে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন। উচ্চতর আদালত আপিল বিভাগ আর চিকিৎসাবিজ্ঞানে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান বিএসএমএমইউ থেকে যদি আমরা সুবিচার না পাই, যদি আমরা সত্যটা না পাই তাহলে এই সরকারের পতন ঘটানো ছাড়া আমাদের বিকল্প নাই।