ইডেনের শেষ দুদিনের টিকেটের দাম ফেরত দেওয়া হবে
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার

সোয়া দুদিনেই ইডেন গার্ডেনস টেস্ট শেষ হয়ে গেছে। বাংলাদেশকে নাস্তানাবুদ করে তৃতীয় দিনের শুরুতেই প্রথম দিবারাত্রির টেস্ট জিতে নেয় ভারত। তাই শেষ দুদিনের খেলা দেখতে পারেননি ক্রিকেটপ্রেমীরা।
আজ সোমবার সিএবির জানিয়েছে, শেষ দুই দিনের টিকেটের দাম ফেরত দেবে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, বিসিসিআইর নিয়ম অনুযায়ী কোনো টেস্ট ম্যাচে এক বল খেলা হলেও সেই ম্যাচের টিকেটের টাকা ফেরত দেওয়া হয় না। তবে সেই নিয়ম ভেঙে ইডেন টেস্টের শেষ দুদিনের টাকা ফেরত দিতে চলেছে সিএবি।
এ ব্যাপারে সিএবির সচিব অভিষেক ডালমিয়া বলেন, এ বছর টেস্ট ম্যাচের কোনো সিজন টিকেট বিক্রি হয়নি। প্রতিদিনের টিকেট আলাদা করে বিক্রি হয়েছে। তাই আলাদা করে দুদিনের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে। আজ (সোমবার) সিএবিতে ছুটি থাকায় মঙ্গলবার থেকে টিকেটের টাকা ফেরত দেওয়া শুরু হবে। অনলাইনে যাঁরা টিকেট কেটেছিলেন, তাঁরা টাকা ফেরত পাবেন অনলাইনেই।
এদিকে ভারত সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেও টেস্ট সিরিজে একেবারেই হতাশ করেছে। ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে।
ইন্দোরে প্রথম ম্যাচে বাংলাদেশ ইনিংস ও ১৩০ রানে হেরেছে। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত প্রথম ইনিংসে করে ৪৯৩ রান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ২১৩ রানে গুটিয়ে গেলে বড় ব্যবধানে মুশফিকরা।
এই ম্যাচের প্রথম ইনিংসে মুশফিক ৪৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করেন। আর কোনো ব্যাটসম্যানই খুব বড় কোনো সাফল্য পাননি।
ইডেনে দ্বিতীয় টেস্টেও সেই মুশফিক শুধু সাফল্য পান। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৭৪ রান। আর অন্যরা ভালো করতে না পারায় ইনিংস ও ৪৬ রানে হারে বাংলাদেশ দল।