দুই মাস চুল-দাড়ি কাটছেন না শাকিব খান, কিন্তু কেন?
নুরুল আফছারঃ
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ক্লিন সেভ আর গ্ল্যামারাস লুক নিয়ে হাজির হয়েছেন শতাধিক চলচ্চিত্রে। যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে তাঁকে প্রথম হালকা দাড়িতে দেখা যায়। সেই লুক আবেদন ছড়িয়েছে ভক্তকুলে। এবার স্বনামধন্য নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবিতে নতুন লুকে হাজির হবেন। দেখা যাবে লম্বা চুলে। দাড়ি ও গোঁফও থাকবে।
‘বীর’ ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, নতুন লুকের জন্য শাকিব খান দুই মাস ধরে চুল-দাড়ি-গোঁফ কিছুই কাটছেন না।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) মোহাম্মদ ইকবাল বলেন, “আমরা চলতি মাসেই ‘বীর’ ছবির শুটিং শুরু করব। এ ছবিতে শাকিব খানকে নতুন লুকে দেখতে পাবেন দর্শক। এই প্রথম কোনো চলচ্চিত্রে তিনি লম্বা চুল-দাড়ি-গোঁফ নিয়ে হাজির হবেন। যে কারণে গত দুই মাস ধরে তিনি চুল-দাড়ি-গোঁফ কাটছেন না। তবে এই ছবিতে আরেকটি লুকে দেখা যাবে শাকিব খানকে, যে লুকে আসলে দর্শক দেখতে পছন্দ করেন।”
ইকবাল আরো বলেন, ‘এ ছবির গল্প রাজনৈতিক। এতে শাকিব খান নাম-ভূমিকায় অভিনয় করবেন। কাজী হায়াৎ বরাবরই সামাজিক অসঙ্গতি নিয়ে সিনেমা নির্মাণ করেন। মাদক ও সন্ত্রাসবিরোধী বিষয়বস্তু সিনেমাটির গল্পে উঠে আসবে। এতে অসাধারণ সংলাপ রয়েছে, যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। ‘বীর’ তাঁর ৫০তম চলচ্চিত্র।
‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। এ ছাড়া অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।
গত বছর রাজধানীর শ্রুতি স্টুডিওতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় গানের রেকর্ডিংও হয়। এরই মধ্যে শাকিব খানের ছোটবেলার অংশ দৃশ্যধারণ করা হয়েছে।