এপ্রিলেই ফিরছেন স্মিথ-ওয়ার্নার?
নিউজ ডেস্ক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ১১:১২ এএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

মার্চ মাসে নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা সাবেক অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলিয়রা চাচ্ছিল, তারা দু’জনই যেন বিশ্বকাপ খেলেন। কিন্তু সমস্যা ছিল, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার আর কোনো খেলা ছিল না। অবশেষে সেই দুয়ারটা খুলছে বলে মনে হচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাব দিয়েছে, তারা তাদের সামনের সিরিজটা এপ্রিল মাসে খেলতে চায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই সিরিজটা আরব আমিরাতে হওয়ার কথা ছিল মার্চ মাসে। কিন্তু বিশ্বকাপের আগে আগে অনুশীলন ভালো করার জন্য পিসিবি এটা এপ্রিলে করতে চাচ্ছে। আর তেমনটা বাস্তবে হলে দরজা খুলে যাবে স্মিথ ও ওয়ার্নারের জন্য। পিসিবি অবশ্য এই ওয়ানডে সিরিজের অন্তত একটা ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাবও করেছে।