সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

৩ আইফোনের উৎপাদন কমাচ্ছে অ্যাপল!

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১০:০৬ এএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্স বাজারে নিয়ে আসে প্রতিষ্ঠানটি। তবে ফোন তিনটির উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। 

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, প্রত্যাশার চেয়ে আইফোনগুলোর চাহিদা কম হওয়ায় উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে অ্যাপল। তাদের কী পরিমাণ আইফোন উৎপাদন প্রয়োজন এটা হিসাব করতে পারছে না প্রতিষ্ঠানটি।

শেষ ত্রৈমাসিক বা বড়দিন ত্রৈমাসিকে আইফোন বিক্রির যে পূর্বাভাস ছিল তা পূরণ করতে পারেনি তারা। গত কয়েক সপ্তাহ আগে বিনিয়োগকারীদের এই হতাশাজনক খবরটি জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদন বলছে, অ্যাপল বেশি সমস্যায় আছে আইফোন এক্সআর নিয়ে। এই ফোন উৎপাদনের যে পরিকল্পনা ছিল তার চেয়ে এক তৃতীয়াংশ কম উৎপাদন করা হবে।