দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
মো: জামিউল ইসলাম তুরান: দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

দক্ষিণ সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে লবনের দাম বৃদ্ধির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলার নোয়াখালী বাজারে ভ্রাম্যমান আদালত করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন্নাহার শাম্মী।
এ সময় বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় এবং পিয়াজ বেশি দামে বিক্রি করায় ৭ টি দোকানে ২৩ হাজার জরিমানা নগদ আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার এ সময় ব্যবসায়ীদেরকে হুশিয়ারী করে দেন গুজবে কান না দিয়ে ৬০ টাকা ধরে পিয়াজ বিক্রি এবং লবনের দাম স্বাভাবিক রাখার জন্য নির্দেশ প্রদান করেন।