কামরুল গ্রুপের দশম বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার
প্রতিষ্ঠার ১১ বছরে পা দিয়েছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় গ্রুপ অব কোম্পানি কামরুল গ্রুপ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ম্যাস্ট্রো ক্রাউন কলেজের ক্যাম্পাসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন কামরুল গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ম্যাস্ট্রো ক্রাউন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুল রহমান, কলেজের শিক্ষক-শিক্ষীকা, কামরুল গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী,ম্যাস্ট্রো ক্রাউন স্কুল এন্ড কলজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।
কামরুল গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেন, আল্লাহর অশেষ রহমতে আজ কামরুল গ্রুপের ১০ বছর পুর্তি হয়েছে। এ সময় তিনি বলেন, মানবতার কল্যাণ ও দেশের অর্থনীতি সমৃদ্ধি, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের সঙ্গে কাজ করবে কামরুল গ্রুপ।
প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতিতে প্রতিনয়ত অবদান রেখে চলছে। ইতিমধ্যে কামরুল গ্রুপ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের কয়েকটি দেশের সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। এই গ্রুপ অব কোম্পানি কয়েকটি উল্লেখযোগ্য সিস্টার কন্সার্ন হল, কামরুল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেক্কা কোলা বাংলাদেশ, টেপ এন্ড পে লিমিটেড, ম্যাস্ট্রো ক্রাউন স্কুল এন্ড কলেজ ও ই-কমার্স মুলামুলি ডটকম।
