মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

সুশীল সমাজ ক্ষমতার লোভে বিএনপির পক্ষে রাজনীতি করছে: শামীম ওসমান

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও শুধুমাত্র ক্ষমতার লোভে সুশীল সমাজের লোকেরা বিএনপির হয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘তথাকথিত সুশীল সমাজের লোকেরা তারেক রহমানের মতো অপরাধীর দলের অধীনে গিয়ে রাজনীতি করছেন। উনাদের জন্য আমার সমবেদনা প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই।’ সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে এক পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘বিএনপিতে এমন একজন নেতাও নেই, যিনি দলীয় প্রার্থীর মনোনয়ন নিয়ে মনোনয়ন বোর্ডে কথা বলবেন। তারেক রহমানকে বিদেশ থেকে সেখানে কথা বলতে হচ্ছে। ’ তিনি বলেন, ‘আমার দুঃখ লাগে, ড. কামাল হোসেনের মতো লোক, যিনি নিজেকে অনেক জ্ঞানী ভাবেন, আ স ম আবদুর রব ভাইয়ের মতো লোক, কাদের সিদ্দিকীর মতো লোক, সুলতান মোহাম্মদ মনসুর রহমানের মতো লোক আজ তারেক রহমানের মতো একজন অশিক্ষিত ও খুনির অধীনে গিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে রাজনীতি করছেন। আমার মনে হয় উনারা খুব অসহায়।’

বিএনপি ও তারেক রহমান প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তি জামাতকে নিয়েই বিএনপি আবারো নির্বাচন করতে যাচ্ছে। যারা ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, ২০০১ সালের পর থেকে এদেশে গণহত্যা করেছে, আগুন সন্ত্রাস করেছে, সেই শক্তির সঙ্গে তথাকথিত সুশীল সমাজ ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে যাচ্ছেন। এরা আবার মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি বলেও দাবি করেন। তাদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। যিনি একজন চিহ্নিত অপরাধী, দুর্ণীতির দায়ে সাজাপ্রাপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। এরা আজ এমনভাবে ঘৃণ্য রাজনীতি শুরু করেছে, নিজেকে রাজনীতিবিদ বলতে লজ্জা লাগছে।’

নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘উনারা মানুষের ঘৃণার যে জায়গায় পড়ে গেছেন সেখান থেকে আর কোনোদিন উঠে আসতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে।’ তিনি বলেন, ‘আদৌ তারা নির্বাচনে আসবেন কিনা আমার সন্দেহ হয়। জনগণ থেকে যেহেতু তারা বিছিন্ন তাই নির্বাচন বানচালের পাঁয়তারা করবেন। মনোনয়নপত্র সংগ্রহের দিন নিজেদের দলীয় কার্যালয়ের সামনে যে আগুন সন্ত্রাস করেছে তা তারই নমুনা।’

শামীম ওসমান বলেন, ‘আমি অনুরোধ করবো, নির্বাচন করতে আসছেন করেন। জনগণ যদি ভোট দেয় আমরা থাকবো, ভোট না দিলে থাকবো না। কিন্তু অন্য পথ বেছে নিলে জনগণ এবার ছাড়বে না।’

সোমবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দুইটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে শামীম ওসমান সাধারণ মানুষের কাছে দোয়া চান এবং বেশ কয়েকটি পথসভায় অংশ নেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের শক্তিকে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।