শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

সিট বানিজ্য নিয়ে ইডেন কলেজে দু গ্রুপের সংঘর্ষ

আবু নাঈম নোমান:

প্রকাশিত : ০৪:২০ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

 

বাংলাদেশের মহিলা কলেজগুলোর শীর্ষে থাকা ইডেন মহিলা কলেজের শেখ ফজিলাতুন্নেছা হলে সিট সিট বানিজ্য নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে আহত হয়েছে কয়েকজন।
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে শুক্রবার দিবাগত রাত থেকে ঝগড়া বিবাদের সূত্রপাত হয়েছে। শনিবার ভোরে ভয়াবহ সংঘর্ষে রুপ নেয়। পরে কলেজ প্রশাসন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।

সূত্র জানায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ২১৯ নং কক্ষে নাবিলা নামের এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে টাকার বিনিময়ে রাখতেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রূপা। তাকে হলে রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে রূপা তার দলবল নিয়ে অন্য নেত্রী-কর্মীদের ওপর হামলা চালান।

বঙ্গমাতা হলের এক শিক্ষার্থী বলেন, প্রথমে আঞ্জুমানারা অনুর অনুসারী তামান্নাসহ কয়েকজন ৫ম তলা থেকে ২য় তলায় এসে সাবিকুন্নাহার রুপার অনুসারী নাবিলা ও তার বোনকে হল থেকে বের করে দেন। পরে সাবিকুন্নাহার রুপার অনুসারী ও অনুর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।সংঘর্ষের এক পর্যায়ে তামান্নার হাতে কোপ লাগে এবং নাবিলার বোনকে কোপ মারে কোপ মারে অনুর অনুসারীরা। পরে আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ইডেন কালেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রূপা বলেন, আমরা এমন কোনো সমর্থক তৈরি করিনি, যারা শিক্ষার্থীদের মারধর করবে। ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আঞ্জুমান আরা অনুর সর্মথকরা বঙ্গমাতা হলে গিয়ে আমার কর্মীদের ওপর হামলা করেছে। পরে হলের ২০৮ নম্বর কক্ষে গিয়ে আমার আইফোন এবং সাত হাজার পাঁচশত টাকা ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রথম আমি খবর পেয়েছিলাম তারা নাবিলা নামে একটি মেয়েকে মারধর করেছে। পরে আমি সেখানে গেলে তারা আমার ওপরও হামলা চালায়।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বলেন, আমরা শুনেছি হলে মেয়েদের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকতারা প্রিন্সিপালের সঙ্গে জরুরি মিটিংয়ে বসেছেন।