শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তরুণ কণ্ঠ ডেস্কঃ
প্রকাশিত : ১২:৩২ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় একযোগে শ্রমিক লীগের ৭৪টি সাংগঠনিক জেলার দলীয় পতাকাও উত্তোলন করা হয়।
আজ সকাল থেকেই চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যে নেতাকর্মীসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে আসেন আমন্ত্রিত অতিথি ও কাউন্সিলররা। বর্ণাঢ্য সাজে নানা রঙের টি-শার্ট পরে, ঢাক-ঢোল নিয়ে হাজির হয়েছেন অনেকেই। তাঁদের মুখে নানা স্লোগান—‘শ্রমিকলীগের সম্মেলন সফল হোক, সফল হোক’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’ ইত্যাদি।
এ সময় ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আবদুর রহমান বলেন, ‘সম্মেলনকে কেন্দ্র করে প্রত্যাশা থাকে অনেক। নতুন নেতৃত্ব আসবে, সংগঠনকে নতুন করে সাজাবে।’
কুষ্টিয়া থেকে আসা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ মিয়া বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। টানা তৃতীয় বার ক্ষমতায় থাকায় শ্রমিকদের অধিকার আদায় হয়েছে। শ্রমিকবান্ধব এ সরকার, বারবার দরকার।