খোকার মরদেহ ঢাকার পথে
তরুণ কণ্ঠ ডেস্কঃ
প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার পথে রওয়ানা করেছেন তার পরিবারের সদস্যরা। তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর ছেড়েছে। দুবাই হয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খোকার কফিনের সঙ্গে তার স্ত্রী ইসমত হোসেন, ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ও ইশফাক হোসেন এবং মেয়ে সারিকা সাদেক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামসহ স্বজনরা আছেন।
সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে মৃত্যুবরণ করেন সাদেক হোসেন খোকা। এদিন রাতে এশার নামাজের পর যুক্তরাষ্ট্রের কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার আগে খোকার কফিনে শেষ শ্রদ্ধা হিসেবে স্যালুট জানান সেক্টর কমান্ডারস ফোরাম, যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ। তারা জাতীয় পতাকা দিয়ে কফিন আচ্ছাদিত করে দেন।
খোকার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ঢাকায় গোপীবাগের ৩/১ দ্বিতীয় লেনের 'শেকড়' নামাঙ্কিত বাড়িতে দেখা গেছে অসংখ্য মানুষের ভিড়। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বাড়ির নিচতলায় সাদেক হোসেন খোকার জন্য শোকবই খোলা হয়েছে।
