১৪ দলের সঙ্গে বসতে চান মেনন, জানালেন কাদের
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সঙ্গে বসতে চান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এরইমধ্যে নিজের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই বিষয়ে ১৪ দলের কাছেও ব্যাখ্যা দেবেন মেনন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘মেনন সাহেব আমাকে গতকাল ফোন করেছিলেন। ব্যস্ত থাকায় আমি তাঁর ফোন ধরতে পারিনি। পরে তিনি আমার সঙ্গে কথা বলতে চান জানিয়ে আমাকে একটি খুদে বার্তা প্রেরণ করেন। গতকাল আমি তাঁর এ বার্তারও জবাব দিতে পারিনি।’
কাদের বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে আমি মেনন সাহেবকে ফোন করেছি। তিনি আমাকে তাঁর ওই দিনের বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়ে বলেছেন- আমার বক্তব্য মিডিয়াতে আংশিক প্রচার করা হয়েছে। পুরো বক্তব্য প্রচার হলে এ ভুল বুঝাবুঝি হতো না। ১৪ দলের পরবর্তী বৈঠকে উপস্থিত থেকে এ বিষয়ে বিষদ ব্যাখ্যা দিতে চান বলেও আমাকে মেনন সাহেব জানিয়েছেন।’
সম্প্রতি ১৪ দলের বৈঠকে রাশেদ খান মেননকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি এবং আওয়ামী লীগের কার্যালয়ে তাঁর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ অবস্থায় ১৪ দলের তাঁর (মেনন) অবস্থান কি? এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (মেনন) ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত হয়ে তাঁর ওই দিনের বক্তব্যের ব্যাখ্যা দিলে জোট যদি সন্তুষ্ট হয় তাহলে কারো আপত্তি থাকার কথা নয়। তাঁর বক্তব্য নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এটা দূর করার দায়িত্বও তাঁরই।’
মেননকে ফোন করা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সেদিন ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারিনি। উনি সিনিয়র লিডার। সৌজন্যতাবশত আমি তাঁকে ফোন করেছি।’
গত ১৯ অক্টোবর ওয়ার্কার্স পার্টির বরিশাল বিভাগীয় সম্মেলনে রাশেদ খান মেনন বলেছেন, ‘আমি নিজেই সাক্ষী। আমি সাক্ষ্য দিয়ে বলছি- গত নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি। ইউনিয়ন পরিষদ ও উপজেলাগুলোতেও মানুষ ভোট দিতে পারেনি।’ তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। সরকার ও ক্ষমতাসীন জোটের মধ্যে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রাশেদ খান মেনন। পরবর্তী সময়ে মেনন তাঁর এ বক্তব্য নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা দেন।