শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সাকিবদের আন্দোলনে অশুভ উদ্দেশ্য আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ক্রিকেটারদের আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে কারো অশুভ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে দেরিতে হলেও ক্রিকেটারদের দাবি নিয়ে সৃষ্ট সংকটের সম্মানজনক সমাধান হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কাদের আরো বলেন, ‘আজ সকালে ফোনে সাকিব আল হাসানের সঙ্গে কথা হয়েছে আমার। ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক পরিবারের মতো। তাঁদের যেকোনো সমস্যা হলে প্রধানমন্ত্রী তাদের পাশে আছেন।’

প্রসঙ্গত ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে গত সোমবার হঠাৎ করে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। পরে আরো দুদফা দাবি যোগ করেন তাঁরা। অনেক নাটকীয়তার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিকাংশ দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেন ক্রিকেটাররা।

বিসিবিতে কোনো পরিবর্তন আসছে কি না, জানতে চাইলে কাদের বলেন, ‘পরিবর্তন হবে কি না প্রধানমন্ত্রী নিজেই জানেন। পরিবর্তন দরকার কি না সেটা সময়ই বলে দেবে। তবে পরিবর্তনের মতো কোনো সংকট দেখছি না।’

ক্যাসিনো অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরও বিসিবির পরিচালক লোকমান হোসেন এখনো বোর্ডে কীভাবে থাকেন জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁর বোর্ডে থাকার যৌক্তিকতা নেই। বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে, এমন প্রশ্নে কাদের বলেন, ‘তাঁর নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। অর্থ কেলেঙ্কারি হয়েছে এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।’