ওয়ার্ড কাউন্সিলর মিজান কারাগারে
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৭:০০ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
গত ১২ অক্টোবর মোহাম্মদপুর থানার মানি লন্ডারিং আইনের মামলায় কাউন্সিলর মিজানকে সাত দিনের রিমান্ডে পাঠায় ।
গত ১১ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক বাসা থেকে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্র ও চার রাউন্ড গুলি জব্দ করে র্যাব।
জানা যায়,অভিযানে কাউন্সিলর মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক এবং ১ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র পায় র্যাব। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অস্ট্রেলিয়ার সিডনিতে দুটি বাড়ি এবং যুক্তরাষ্ট্রে একটি বিলাসবহুল গাড়ির কাগজপত্র জব্দ করে র্যাব।
