যাত্রাবাড়ীতে পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে র্যাব-১০ এর বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিও জব্দ করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি কাইয়ুমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- সাগর হাওলাদার (৩২), রায়হান ইসলাম (২১) ও জিন্নাত খান (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি অস্ত্র মামলা করা হয়েছে।