সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

সালমান খানকে হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

সালমান খান শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে দ্রুত পাঞ্জাব থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। এবং মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কতটা গুরুতর আঘাত পেয়েছেন সেটা জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাঞ্জাবে সালমান খান তাঁর ‘ভারত’ ছবির শুটিং করছিলেন। সেখানে একটি স্টান্ট করতে গিয়ে আহত হন তিনি। ছবির শুটিং স্থগিত রাখা হয়েছে।

‘ভারত’ ছবির শুটিং শুরু হয় মাস তিনেক আগে। শুরুতে কথা ছিল, ছবিটিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু হঠাৎ তিনি ছবিটি থেকে সরে যান। পরে এই ছবিতে যুক্ত হন ক্যাটরিনা কাইফ। ছবিটিতে আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, টাবু, নোরা ফতেহি, বরুণ ধাওয়ান। পাঞ্জাবের পর ছবিটির শুটিং হওয়ার কথা আছে মাল্টায়।